মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

দ্বাদশ সংসদ নির্বাচন দেশের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক: কাদের

নিজস্ব প্রতিবেদক / ২২৭ Time View
Update : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার  (১৯ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৷ এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক।

তিনি বলেন, আমরা আজ দাবি করতে পারি, আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে ৷ বিরোধী অপশক্তি নির্বাচন বানচালের সব ধরণের পন্থা অবলম্বন করলেও তা ব্যর্থ হয়েছে।নির্বাচনের পরেও বিএনপির নেতৃত্বে একটি গোষ্ঠি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি অংশগ্রহণ করতো, নির্বাচনটা আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হতো। বিশ্বের বিভিন্ন দেশে ৪০ শতাংশের উপর ভোট প্রদান দেখা যায় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, সারা বিশ্বে একটা সর্বোগ্রাসী সংকট সবাইকে ঘিরে ধরেছে। যুদ্ধ তো লেগেই আছে ৷ আমাদের দেশ প্রাকৃতিক দূর্যোগ শৈত্য প্রবাহ শুরু হয়েছে,যার উপরে কারও নিয়ন্ত্রন নেই। অতীতে আমরা এত শীত দেখিনি। কাদের বলেন, মূল সংকট আমরা নির্বাচনের মাধ্যমে পেরিয়ে এসেছি। প্রাকৃতিক সংকট খুব দ্রুত ঠিক হবে। আমাদের সকলেরই ধৈর্য্য ধারণ করা উচিত।

আজ প্রধান নির্বাচন কমিশনার একটা বক্তব্য দিয়েছেন। তার সমালোচনা করে কাদের বলেন, দায়িত্বশীল যারা, তাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত ৷

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ না করা ছিলো সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।

ওবায়দুল কাদের বলেন, এখন দেশের বিদ্যমান সমস্যা ও তার সমাধান নিয়েই সরকারের প্রধান ভাবনা।

বর্তমানে যে বিএনপির সহিংসতা বন্ধ আছে এটা পার্মানেন্ট এমন কথা এখনো বলা যায় না। এখন হয়ত তারা ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে, বড় ধরণের সংহিসতার।

এ সময় অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দি; দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর