শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ২৯৮ Time View
Update : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার মাটিতে গতকাল শুক্রবার বেজে উঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ধামামা। এর মধ্যে গতকালই অনুষ্ঠিত হয়েছে দুটি ম্যাচ। আজ গ্রুপপর্বের তৃতীয় ও নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্লোয়েমফনটেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুুপুর ২ টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচকে ছাপিয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ জমজমাট হয়ে উঠছে। সর্বশেষ দেখায়ও ভারতের শক্তিশালী দলতে আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। যে কারণে বাংলাদেশের যুবাদের কাছে দিনদিনই প্রত্যাশা বাড়ছে দেশীয় ক্রিকেট ভক্তদের।

টাইগার যুবাদের কাছে বাংলাদেশের ভক্তরা চাইতেই পারে, ভারতে হারিয়েই বিশ্বকাপ মিশন শুরু করুক তারা। কারণ, ২০২০ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল জুনিয়র টাইগাররা। যদিও ভারত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তবে বাংলাদেশ যেহেতু সবশেষ দেখায় ভারতীয়দের হারিয়েছে, তাই বাংলাদেশকেও ফেবারিট মানতে হবে।

সবশেষ ৫ দেখায় বাংলাদেশ-ভারতের সাফল্য প্রায় কাছাকাছি। তিন ম্যাচ ভারত জিতলেও বাংলাদেশেরও ছিল দুটি দাপুটে জয়।

এই ম্যাচে বাংলাদেশের আত্মবিশ্বাস একটি বেশিই থাকবে। কারণ, বিশ্বকাপের আসর শুরু হওয়ার একদিন আগে শরীর উষ্ণকরণের ম্যাচে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। অসিদের ১৬৫ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ-ভারত খেলছে গ্রুপ-এ-তে। টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন মাহফুজুর রহমান রাব্বি। অপরদিকে ভারতকে নেতৃত্ব দিবেন উদয় শাহারান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর