মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

জনগণের পাশে থেকে তাঁদের পরিপূর্ণভাবে সেবা করবো, সাবের হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক / ১৬৮ Time View
Update : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

সবসময় জনগণের পাশে থেকে তাঁদের পরিপূর্ণভাবে সেবা করার প্রত্যয় ব্যক্ত করে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন ,সবসময় জনগণের পাশে থাকবো, তাদের পরিপূর্ণভাবে সেবা করবো। জনগণকে দেওয়া প্রতিটি অঙ্গীকারই আমরা একে একে পূরণ করবো। নৌকা প্রতীকের ওপর আপনারা আস্থা রেখেছেন, আমরা আপনাদের সিদ্ধান্তকে সম্মান জানাবো।

তিনি বলেন, আসুন আমরা সকলে মিলে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে একসাথে কাজ করি।

শুক্রবার (১৯ জানুয়ারি) সবুজবাগের পূর্ব বাসাবো প্রিন্স গার্ডেন মাঠে শীতার্তদের মধ্যে ৩ হাজার কম্বল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, আমি একজন মন্ত্রী, এর চেয়ে বড় পরিচয় আমি ঢাকা -৯ এর সংসদ সদস্য। আমি একটি নির্দিষ্ট প্রতীকে নির্বাচন করলেও দল মত নির্বিশেষে সবাই আমার এলাকার জনগণ। আগামী পাঁচ বছর আপনাদের সেবা করে যাবো। তিনি বলেন, সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য পাশে থাকার, সেই বোধ থেকেই আমাদের আজকের আয়োজন। শীতের তীব্রতা বাড়ায় আপনাদের পাশে থাকতে এসেছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর