তীব্র শীতে রাজশাহী জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
শীতের তীব্রতায় বন্ধ ঘোষণা করা হয়েছে রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ।
আজ শনিবার রাতে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও মাধ্যমিকের উপ-পরিচালক এই ছুটি ঘোষণা করেন।
রাজশাহী অঞ্চলের মাধ্যমিকের উপ-পরিচালক ডাক্তার শারমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যাওয়া ২১ ও ২২ জানুয়ারি রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।
এর আগে গত সপ্তাহে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পৃথক আদেশে জানিয়েছিলো যে সব অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে সেসব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে।
এ সিদ্ধান্ত প্রথমবার রাজশাহীতে কার্যকর হলো।