আঁতেল শ্রেণী আছে তাদের কিছুই ভালো লাগে না-প্রধানমন্ত্রী
দেশে কিছু আঁতেল শ্রেণী আছে তাদের কিছুই ভালো লাগে না। দেশে আর কখনও অস্বাভাবিক পরিস্থিতি হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরী সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি তা অব্যাহত থাকবে। যদি কেউ বাধা দিতে চায় তাদের জবাব দেয়া হবে। যারা ভোট চুরি করেছে তাদের ক্ষমতা থেকে জনগন নামিয়ে দিয়েছে।
বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, নির্বাচন করবে কি করবে না সেটা কোন দলের সিদ্ধান্ত তাতে নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোন বিষয় নেই। জনগনের অংশগ্রহণ সুষ্ঠু নির্বাচনে আমরা আবার ক্ষমতায় এসেছি কাজ শুরু করেছি।
তিনি আরও বলেন, নির্বাচনের পর হঠাৎ করেই ভরা মৌসুমে দ্রব্যমূল্য বেড়েছে এটা অস্বাভাবিক পরিস্থিতি। এদের খুঁজে বের করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেউ যেন খাদ্য দ্রব্য নিয়ে খেলতে না পারে ।দূরভিসন্ধি নিয়ে মজুদ করলে জেলের ব্যবস্থা করতে হবে বলেও হুশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপ্রধান আরও বলেন, নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে, পোশাক কারখানা অশান্ত করে অস্থিতিশীল পরিস্থিতি করতে চায় বিএনপি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন,উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা হবে।