আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত- কাদের
আসন্ন উপজেলা নির্বাচনে দলের প্রার্থীকে দলীয় প্রতীক দেয়া হবে না এটাই মূলত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে
বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার (২২ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে ওয়ার্কিং কমিটির এক জরুরী সভা শেষ গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন,আজকের ওয়ার্কিং কমিটিতে আলোচনা হয়েছে দলের প্রার্থীকে দলীয় প্রতীক নৌকা মনোনয়ন দেয়া হবেনা। এবং এটা নিয়ে আলোচনা হয়েছে, এবং ওয়ার্কিং কমিটির সর্বসম্মত অভিমত উপজেলা নির্বাচনে আমাদের দলীয় প্রতীক নৌকা ব্যবহার না করার সিদ্ধান্তই।
এবং আমাদের সভাপতি শেখ হাসিনা সর্বশেষ সবাই যা বলে আমিও সে ব্যাপারে ভিন্নমত পোষন করিনা এবং যেহেতু সবাই একই অভিমত ব্যক্ত করেছে কাজেই পরবর্তীতে মনোনয়ন বোর্ড স্থানীয় সরকার, পার্লামেন্টারি বোর্ড যৌথ সভা ডেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। ওয়ার্কিং কমিটির যে সিদ্ধান্ত নেয় মনোনয়ন বোর্ড সেই সিদ্ধান্তে বহাল থাকে। তবে এটা একটা আনুষ্ঠানিকতা।
তিনি আরও বলেন,সাম্প্রতিক দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে আমাদের যে স্বতন্ত্র প্রার্থী ও দলীয় প্রার্থী সব মিলিয়ে নির্বাচনী যে আবহ সেখানে কিছু কিছু মান-অভিমান কলহ এসব কিছু বিষয় ছিল যার রেশ এখনো শেষ হয়নি । সেই অবস্থায় আমাদের যে বিভাগীয় কমিটি আছে, আট বিভাগে আটটি টিম আছে তাদের সব বিভাগীয় কমিটিতে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছেন বিভিন্ন জেলার এই যে অভ্যন্তরীণ সমস্যাগুলো সবাইকে ঢাকায় ঢেকে এনে এটার সমাধান খুঁজে বের করা এবং সিদ্ধান্ত নেয়া।
তিনি আরও জানান,,আজকের জরুরী সভায় জরুরী প্রয়োজনেই ডাকা হয়েছে। এখানে সার্বিক বিশ্ব ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নাতিদীর্ঘ একটা বক্তব্য দিয়েছেন আমাদের দলের সভাপতি শেখ হাসিনা।