শৈত্য প্রবাহে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বগুড়ায়। সোমবার (২২ জানুয়ারি) সকালে জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় সব মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী জানান, ২২ জানুয়ারি সোমবার জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় জেলার মাধ্যমিক স্তরের সব স্কুল/মাদ্রাসা বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। বিষয়টি জেলার ১২ উপজেলার শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
অন্যদিকে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় জেলার সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠান খোলা থাকবে, শুধু শিক্ষক ও প্রতিষ্ঠানের অন্যরা আসবেন। আর এ ছুটি শুধু একদিনের জন্য।