টস হেরে ব্যাটিংয়ে মাশরাফির সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর হার দিয়ে শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। প্রতিযোগিতায় নিজেদের প্রথম জয়ের খোঁজে একে অপরের মুখোমুখি হয়েছেন মাশরাফি বিন মোর্তুজা ও নুরুল হাসান সোহান। এর আগে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান।
বিপিএলে চলতি আসরে রংপুর ও সিলেট দুদলই প্রথম ম্যাচ হেরেছে। আজ যারা জিতবে তারা পয়েন্ট টেবিলের খাতা খুলবে। সাকিব আল হাসানকে একাদশে পাবে না রংপুর। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে একাদশে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমকে পাচ্ছে রাইডার্স বাহিনী।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), ব্রেন্ডন কিং, রনি তালুকদার, বাবর আজম, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শামিম পাটোয়ারি, মেহেদী হাসান, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও রিপন মন্ডল।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফি বিন মোর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলী, দুশান হেমন্ত, বেন কাটিং, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম ও রিচার্ড এনগারাভা।