শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ
শান্তি ও গণতন্ত্র সমাবেশ করার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আগামী শনিবার ২৭ জানুয়ারি বিকাল ৩টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সমানে এ শান্তি ও গণতন্ত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, আগামী ২৭ জানুয়ারি শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।