সকালে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
কারিগরি ত্রুটির কারণে ১০ থেকে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রো অপারেশনে এরকম কারিগরি ত্রুটি হতেই পারে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে এর পরিমাণ অনেক কম।
এদিকে মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসেও মেট্রোরেলে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। সকাল থেকেই প্রতিটি স্টেশনে যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কয়েকটি ট্রেন এসেছে নির্ধারিত সময়ের পরে। ভিড়ের কারণে প্রথমবার ট্রেনে উঠতে ব্যর্থ হয়েছেন অনেকেই।
এমআর