ঐতিহ্যকে তুলে ধরে বাঙালিকে চেতনাকে জাগ্রত করতে হবে-নাছিম
ঐতিহ্যকে তুলে ধরার মধ্য দিয়ে বাঙালির চেতনা, বাঙালির ঐতিহ্যকে আরও জাগ্রত করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আন বুধবার(২৪ জানুয়ারি) রাজধানীর দোয়েল চত্বরে ঐতিহাসিক ঢাকা ফটকের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন,আজকের এই উদ্যোগের মধ্য দিয়ে ঢাকার ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করার যে একটি মহতী উদ্যোগ নেয়া হয়েছে সেটা নি:সন্দেহে প্রশংসনীয় এটাকে আমি অভিবাদন জানাই,শুভেচ্ছা জানাই। ঢাকার ইতিহাস ঐতিহ্যের সাথে আরও অনেক এমন স্থাপনা আছে,অনেক প্রত্নতাত্ত্বিক বিষয় আছে। যেগুলো নিয়ে অনেকেই গবেষণা ও কাজ করে যাচ্ছে। এই ঐতিহ্যকে তুলে ধরার মধ্য দিয়েই আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে।
তিনি আরও বলেন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এমনই একটা উদ্যোগ নেবে এটা খুবই স্বাভাবিক। খুবই স্বাভাবিক হওয়ার পরেও বিগত দিনে নানা উদ্যোগ নেয়ার পরেও এটা সংস্কার হয়নি। এটাই হল সীমাবদ্ধতা। কিন্তু ঢাকা মহানগর -দক্ষিণের মেয়র সেই স্বাভাবিক কাজটি দ্রুত গতিতে উদ্যোগ নিয়ে সম্পন্ন করেছেন এটাই হল স্বাভাবিকের ভিতরে অস্বাভাবিক কাজ। সুতরাং এমন অসাধারণ সুন্দর কাজ আমাদের আগামীতে আরও করে যেতে হবে ।