ঐতিহ্যের ঢাকা ফটক উদ্বোধনের অপেক্ষায়

দীর্ঘ বছর অবহেলিত ছিল দোয়েল চত্বর এলাকায় ঐতিহাসিক স্থাপনা ঢাকা গেট বা ঢাকা ফটক। নগরবাসীর দীর্ঘদিনের দাবী ছিল এটা সংস্কার করে ঐতিহ্যের রক্ষা করা। তারই ধারাবাহিকতায় গেটটির সংস্কারের সিদ্ধান্ত নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) সংস্কার কাজ শেষে আজ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে ঢাকা ফটক।
আজ বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের জানান, বিকাল ৪টায় ঐতিহাসিক ঢাকা ফটক এর সংস্কারকৃত কাজের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন উপস্থিত থাকবেন।
এরমধ্যেই মুঘল আমলের ঐতিহ্যের স্মারক হস্তি ও রাজ দরবারের পাইক পেয়াদার সাজে সজ্জিত হয়ে ঢাকা ফটকের স্থানে অবস্থান করছে স্থানীয়রা।