শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

ঐতিহ্যের ঢাকা রক্ষার করার প্রতিশ্রুতি রেখেছি- তাপস

নিজস্ব প্রতিবেদক / ১৮৭ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

প্রতিশ্রুতি দিয়েছিলাম যে,ঢাকাকে তার ঐতিহ্যের, গর্বের জায়গায়  ফিরিয়ে নিয়ে যাবো এবং আমাদের নতুন প্রজন্মের জন্য ঐতিহ্যকে সংরক্ষণ করবো,ধারণ করবো  এবং প্রস্ফুটিত করবো সেই প্রতিশ্রুতির একটি বড় অর্জন আজকে আমরা করতে পেরেছি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (২৪জানুয়ারি) রাজধানীর দোয়েল চত্বরে ঐতিহ্যের ঢাকা ফটক সংস্কারকৃত কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য, আজকে সেই ১৬৬০-৬২ শতাব্দীর নির্মিত মুখল সাম্রাজ্যের, মুঘল  জমিদার মীর জুমলা কতৃক নির্মিত ঢাকা ফটক-কে আমরা আবারও শুধু দেশবাসী না,ঢাকাবাসী না  সারা বিশ্বের কাছে আমরা আবার  তুলে ধরতে পারলাম,পুনরুজ্জীবিত করতে পারলাম, এটা  আজকে আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত।

মেয়র আরও বলেন, আমারও নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলাম,৫টি রূপরেখা দিয়েছিলাম ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা,সচল ঢাকা,স-শাসিত ঢাকা এবং এই চারটি মিলিয়েই হব আমাদের উন্নত ঢাকা।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন ধারণ  তার কন্যা শেখ হাসিনা আমাদের যে রূপকল্প দিয়েছেন। বঙ্গবন্ধু সংবিধানেই এই ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করার নির্দেশনা সংবিধানেই লিপিবদ্ধ করে গেছেন। তারই ফলশ্রুতিতে শেখ হাসিনা  আজকে উন্নত বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছেন। এই উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী  উন্নত ঢাকা গড়া আমাদের মূল লক্ষ্য।
সেই লক্ষ্যে বীরদর্পে আজকে আমরা এগিয়ে গেছি। যেগুলো আমার নজরের বাইরে চলে গিয়েছিলো সেগুলো পুনরুদ্ধার,পুনর্জীবিত করছি।

তিনি উন্নত বিশ্বের অন্যতম দেশ দুবাই প্রসঙ্গ টেনে বলেন,তারা অনেক নতুন কিছু করতে পারবে কিন্তু আমাদের মতো এমন চারশো বছরের এই ফটক,কামান দুবাইতেও পাওয়া যাবেনা।
সুতরাং এটাই আমাদের ঐতিহ্য ও গর্বের জায়গা। ঢাকাকে তার পূর্ণ রূপে ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের ঐতিহ্যকে ধারণ করতে হবে। আজকে যে সংস্কার করা হল সেটা খুব ছোট। এখানে বড় অর্থের প্রয়োজন হয়নি প্রয়োজন হয়েছে আন্তরিকতা, ভালোবাসার। এবং এই সংস্কারের মধ্য দিয়ে আমরা যেমন চারশো বছরের ঐতিহ্য রক্ষা করলাম আগামীতে আরও চারশ বছর এটা জীবিত থাকবে , অম্লান থাকবে নতুন প্রজন্ম, ঢাকাবাসী,বাঙালির জন্য স্মৃতি হিসেবে রয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর