আজ ৩ কর্মসূচি বিএনপির
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীতে বিএনপির একাধিক কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
সেসব কর্মসূচির মধ্যে রয়েছে-সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন। এতে অংশ নেবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক।
বিকাল ৪টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির প্রকিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
এমআর