বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

বিএনপির কালো দিবস ,আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ -মন্নাফি

নিজস্ব প্রতিবেদক / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

বিএনপির কালো দিবস ভেঙে চুরমার করে দিতে হবে। কিসের কালো..! আগামী ২৭ তারিখে শান্তি ও গণতন্ত্র সমাবেশের মাধ্যমে প্রমাণ করে দিবো এটা আফ্রিকা না,এটা বাংলাদেশ। এখানে কোন কালো নাই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ১৯ বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখবেন

আবু আহমেদ মান্নাফি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছিল কিন্তু কেউ নির্বাচন আটকাতে পারেনি। নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষকরা এসেছিলো তারাও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কোথাও কোন বিশৃঙখলা হয়নি মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটা প্রথম সভা। আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো। নির্বাচনে আমরা,বিজয়ে আমরা,মুক্তিযুদ্ধে আমরা সংগ্রামে আমরা,আন্দোলনে আমরা, সর্বক্ষেত্রে আমরা।

তিনি বলেন, ওরা (বিএনপি) চায় অদৃশ্য শক্তি ওদের ক্ষমতায় বসিয়ে দিক। কিন্তু সেটা বাংলাদেশে আর কখনো হবেনা। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং আমাদের নেত্রী শেখ হাসিনা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন,স্বাধীন নির্বাচন কমিশন গঠন হওয়ার পর একটা সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজকে সারা বিশ্ব শেখ হাসিনার নেতৃত্বে ঐতিহাসিক এই নির্বাচনে বিজয় লাভ করায় নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছে।

হুমায়ুন কবির আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথেই উপজেলা, পৌরসভা  ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সারা বছরব্যাপী হবেই। আমরা ভেবেছিলাম বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসবে। যদিও তারা নির্বাচনে না এসে ভুল করেছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করতে পারেনি তারা কালো পতাকা মিছিল করবে। তাদের এই কর্মকান্ড সরকার ও দেশের জনগণকে বিব্রত করার নামান্তর। দেশ যাতে সুষ্ঠুভাবে না চলে সেজন্য তারা আবার অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তাদের এই কালো পতাকা মিছিলের বিরুদ্ধে আমরা শান্তি ও গণতন্ত্র সমাবেশ করে আমাদের অবস্থান জানান দিতে চাই।

আগামী ২৭ জানুয়ারি শনিবার শান্তি ও গণতন্ত্র সমাবেশ করার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আগামী শনিবার বিকাল ৩টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সমানে এ শান্তি ও গণতন্ত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রিয়াজউদ্দিন রিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর