বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনেও থাকছে চমক

শেখ সাদী খান / ১১৬ Time View
Update : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমে। তবে এই মুহূর্তে সংরক্ষিত আসনে যারা মনোনয়ন পেয়েছিলেন বিগত দিনে তাদের পুনরায় মনোনয়ন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি। এবার থাকছে নতুনদের চমক।  দুই দফার বৈঠকে দলের হাইকমান্ড থেকে এমনই বার্তা দেয়া হয়েছে  মনোনয়ন-প্রত্যাশীদের।

কেন্দ্রীয় নেতারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে অধিকাংশ নতুন মুখ আসবে।  সুযোগ দিতে চায় দলের দুর্দিনে মাঠের কর্মীদের। অতএব বর্তমানে যারা এমপি আছে  মনোনয়ন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দুই একটা ব্যতিক্রম হতে পারে বলেও জানান নেতারা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী  সংরক্ষিত নারী আসনে মনোনয়ন-প্রত্যাশীরা বৈঠক করেন। সেখানে প্রায় ৩০ জনের মতো মনোনয়ন-প্রত্যাশী বক্তব্য রাখেন। বৈঠককালে দলীয় প্রধান শেখ হাসিনা দ্বাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে এবার নতুনদের সুযোগ দিতে চান।

গণভবনের বৈঠকে  সংরক্ষিত আসনের এক সংসদ সদস্য বক্তব্য রাখতে গেলে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমি তো তোমাকে গতবার এমপি বানিয়েছি। আবার দাঁড়িয়েছ কেন? বসো বসো।’

আজ সন্ধ্যায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে শেখ হাসিনার ধানমন্ডিস্থ ৩/এ, রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন মনোনয়ন-প্রত্যাশীরা। দুই বৈঠকেই দলের হাইকমান্ডের পক্ষ থেকে বর্তমান সংরক্ষিত এমপিদের মনোনয়ন না দেওয়া বিষয়টি উঠে এসেছে।

বৈঠকে বর্তমান কয়েকজন সংরক্ষিত এমপি, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই দ্বাদশ সংসদে আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশী।

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, ঝিনাইদহের সংরক্ষিত সংসদ সদস্য খালেদা খানম দলের সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘তুমি কি রানিং (বর্তমান সংসদ সদস্য)? রানিং থাকলে অন্যদের সুযোগ দাও। আমি যতটুকু জানি রিপিট (পুনরায়) হওয়ার সম্ভাবনা নেই। তুমি অযথা টেনশন করিও না। নেত্রী তোমাকে দিলেও দিতে পারেন।’

এ সময় আরেক নেত্রীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, কোনো কেন্দ্রীয় নেতা কি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তুমি পাবা? প্রতিত্তোরে সেই নেত্রী বলেন, না। তাহলে তুমি কীভাবে জিজ্ঞাসা করো যে, তোমাকে নমিনেশন দেওয়া হবে কি না।’

পুনরায় উত্তরে সেই  মহিলা নেত্রী বলেন, ‘আগে থেকে জানতে পারলে টাকা খরচ হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর