বিদেশিরা বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে-হাছান মাহমুদ
বিএনপি নির্বাচনের আগে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছিল,বিদেশিরা তাদের ডাকে সাড়া দেয়নি। নির্বাচনকালীন সরকার তত্বাবধায়ক সরকারের কথা তারা বলেছিলো,সেই দাবিতে ঘুরেছিলো। বিএনপির সেই ডাকে বিদেশিরা সাড়া দেয়নি। এবং এই সরকারের সাথে বিদেশি রাষ্ট্রসমুহ যাতে কাজ না করে তারা কায়দা করার চেষ্টা করেছিলো। কিন্তু পৃথিবীর সমস্ত সরকার এই নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে। কারন দেশের জনগণ বিএনপিকে কালো পতাকা দেখিয়েছি,আর বিদেশিরা বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন।
আজ শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর গুলিস্তানস্থ ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নাকি আজকে কালো পতাকা মিছিল করবে। তারা কালো পতাকা কাকে দেখাতে চায় ? জনগণ ইতোমধ্যে শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করে বিএনপিকে কালো পতাকা দেখিয়ে দিয়েছে। সুতরাং বিএনপির এখন কালো পতাকার মিছিল করে শোক প্রকাশ করতে চায়।
৭ জানুয়ারি একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে,সেই নির্বাচনের পর সারা পৃথিবী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তার সরকারের সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে।
সুতরাং এই বিএনপির আজকে কালো পতাকা মিছিল করে কোন লাভ নেই।
হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি নির্বাচনের পর আবার নতুন করে ষড়যন্ত্র করতে চায়। দেশে আবার বিশৃঙখলা সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচনের আগে মাঠে ছিল। আমরা নির্বাচনে জয়লাভ করেছি, নতুন সরকার গঠিত হয়েছে এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আমরা রাজপথের দল,আমরা সব সময় জনগণের সাথে থেকেছি,ভবিষ্যতেও জনগণের সঙ্গে থাকবো।দেশে কাওকে অশান্তি সৃষ্টি করতে দেয়া হবে না,অশান্তি সৃষ্টিকারীদের কালো হাত ভেঙে দেয়া হবে।