মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

বিদেশিরা বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে: পররাষ্ট্র মন্ত্রী

শেখ সাদী খান / ২৫৯ Time View
Update : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

বিএনপি  নির্বাচনের আগে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছিল তবে তারা তাদের ডাকে সাড়া দেয়নি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন,  বিএনপি নির্বাচনের আগে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কথা তারা বলেছিলো। তারা সেই দাবিতে ঘুরেছিলো। বিএনপির সেই ডাকে বিদেশিরা সাড়া দেয়নি। এই সরকারের সাথে বিদেশি রাষ্ট্রসমুহ যাতে কাজ না করে তারা কায়দা করার চেষ্টা করেছিলো। কিন্তু পৃথিবীর সমস্ত সরকার এই নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে। দেশের জনগণ বিএনপিকে  কালো পতাকা দেখিয়েছি। আর বিদেশিরা বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি)  রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির কর্মসূচির প্রসঙ্গ টেনে হাছান মাহমুদ বলেন,  বিএনপি নাকি আজকে কালো পতাকা মিছিল করবে। তারা কালো পতাকা কাকে দেখাতে চায়? জনগণ ইতোমধ্যে শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করে  বিএনপিকে কালো পতাকা দেখিয়ে দিয়েছে। সুতরাং বিএনপির এই কালো পতাকা জনগণ  আগেই দেখিয়ে দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, ৭ জানুয়ারি একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পর  সারা পৃথিবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে।  বিশ্বের রাষ্ট্র প্রধান, সরকার প্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। সুতরাং বিএনপির আজকে কালো পতাকা মিছিল করে কোন লাভ নেই।

হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি নির্বাচনের পর আবার নতুন করে ষড়যন্ত্র করতে চাচ্ছে। দেশে আবার বিশৃঙখলা সৃষ্টি করতে চায়। নির্বাচনের আগে গর্তের ভিতরে ঢুকেছিল, ইঁদুরের যেমন গর্তের ভিতর থেকে মিটি মিটি তাকায় বিএনপিও গর্ত থেকে মিটি মিটি তাকাচ্ছে আর বের হওয়ার চেষ্টা করছে। এদের ব্যাপার সতর্ক থাকতে হবে। তারা দেশে আবারো আমি বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।  আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচনের আগে মাঠে ছিল। আমরা নির্বাচনে জয়লাভ করেছি। নতুন সরকার গঠিত হয়েছে এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা রাজপথের দল,আমরা সব সময়  জনগণের সাথে থেকেছি, ভবিষ্যতেও জনগণের সঙ্গে থাকবো। দেশে কাউকে অশান্তি সৃষ্টি করতে দেয়া হবে না, অশান্তি সৃষ্টিকারীদের কালো হাত ভেঙে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর