শুরু হয়েছে আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ
আজ শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর ২৩ গুলিস্তানস্থ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই শান্তি ও গণতন্ত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ক্ষমতাসী দল আওয়ামী লীগের প্রথম শান্তি ও গণতন্ত্র সমাবেশ।
শান্তি ও গণতন্ত্র সমাবেশের মঞ্চ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রিয়াজউদ্দিন রিয়াজ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।