৩০ জানুয়ারি সারাদেশে আঃ লীগের শান্তি-গণতন্ত্র-উন্নয়ন সমাবেশ
৩০ তারিখে আবার কালো পতাকা মিছিল বিএনপির। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে সমন্বয় করে সারাদেশে মহানগর,জেলা,সকল উপজেলা সেদিন লাল-সবুজ পতাকা হাতে শান্তি-গণতন্ত্র-উন্নয়ন সমাবেশ করার নির্দেশনা দিয়েছেন ওয়ায়দুল কাদের ।
আজ শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, তৈরি হয়ে যান আগামী ৩০ তারিখ বিএনপি কালো পতাকা মিছিল করবে । স্বাধীনতা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করতে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীরা সারাদেশে সেদিন লাল-সবুজ পতাকা হাতে গণতন্ত্র-শান্তি-উন্নয়ন সমাবেশ করবে।
ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনার ওপর আস্থা রাখেন,আস্থা হারাবেন না।তাঁর মতো সৎ,পরিশ্রমী,জনবান্ধব সরকার এই দেশে আগে আর কখনো আসেনি।
তিনি বলেন, আপনারা আস্থা হারাবেন না,এই সংকট বিশ্ব সংকট সারা দুনিয়ায়। । বিশ্বের বিভিন্ন দেশ আজকে যেন রণক্ষেত্র ,শুধু ইউক্রেনে নয় ,মধ্যপ্রাচ্য, সিরিয়া, গাজা, সুদান যুদ্ধ চলছে । এই যুদ্ধের প্রতিক্রিয়া পৃথিবীব্যাপী।যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমাদের বেশি টাকা দিয়ে আমদানি করতে হয় বিক্রি করতে হয়ে তারচে কম দামে । দ্রব্যমূল্যের দাম কমে আসবে খুব শীঘ্রই ।
শেখ হাসিনা ক্ষমতায় আছেন, তিনি তাঁর পুরা টিম নিয়ে বসেছেন বাজার নিয়ন্ত্রণে কাজ করছেন,কেউ বসে নেই ।এভাবে চললে আমরা অচিরেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। সামনে রমজান মানুষের কষ্ট আমরা চাইনা । শেখ হাসিনা জনগনের সরকার। মানুষের সংকট শেখ হাসিনার হৃদয়ে লাগে ।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। সমাবেশ মঞ্চ থেকে নির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো:রিয়াজ উদ্দিন রিয়াজ।