সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে পুন:নিয়োগ পেলেন হাসান জাহিদ তুষার

নিজস্ব প্রতিবেদক / ১৪১ Time View
Update : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে পুন:নিয়োগ পেলেন সাংবাদিক হাসান জাহিদ তুষার। রবিবার সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে চতুর্থ গ্রেডের সর্বোচ্চ ধাপে নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

মাগুরা জেলায় জন্মগ্রহণকারী হাসান জাহিদ তুষার এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পান।  দীর্ঘদিন গণমাধ্যমের সাথে জড়িত তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এদিকে ফটো সাংবাদিক এস এম গোর্কিও প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার হিসেবে পুন:নিয়োগ পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর