ভালোবাসা দিবস উপলক্ষে অপু-জয়ের ‘ট্র্যাপ’
ঢালিউডের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। তিনি নতুন প্রজন্মের নায়ক জয় চৌধুরীর সঙ্গে জুটি হয়ে চমক দেখিয়েছেন।
এ জুটির দ্বিতীয় সিনেমা ‘ট্র্যাপ’ ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। দ্বীন ইসলাম পরিচালিত ‘ট্র্যাপ’ সিনেমা সাইন্স ফিকশন ধাঁচের।
সিনেমাটি নিয়ে নায়ক জয় চৌধুরী বলেন, ‘প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সাইন্স ফিকশন ধাঁচের সিনেমা ‘ট্র্যাপ’।
এমআর