বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

সংরক্ষিত আসনগুলোতে মনোনয়ন দেবেন শেখ হাসিনা

শেখ সাদী খান / ২১৬ Time View
Update : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

জাতীয় সংসদ নির্বাচনে ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সংসদের বিধিবিধান অনুযায়ী সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র প্রার্থীরা ১০ জনকে মনোনয়ন দিতে পারবেন। আর সেই সংরক্ষিত নারী আসনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে অর্পণ করেছেন বলে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।ওই ১০টি আসনে প্রধানমন্ত্রী যাদের মনোনয়ন দেবেন স্বতন্ত্র সংসদ সদস্যরা তাতে সমর্থন জানাবে। এদিকে স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করলেও তাতে প্রধানমন্ত্রীর সায় মেলেনি। তাদের দাবির প্রেক্ষিতে সংসদ নেতা বলেন, আপনারা সকলেই আমার।আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই।

রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র এমপিদের সাথে বৈঠক করেন।

সূত্র জানায়, বৈঠকে স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রায় সকলেই একবাক্যে আওয়ামী লীগের সাথে থাকার ইচ্ছা প্রকাশ করেন।তারা বলেন, তারা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। বিভিন্নপর্যায়ে পদপদবি ধারণ করে কাজ করে যাচ্ছেন। সক্রিয়ভাবে দলীয় কার্যক্রমেও অংশ নিচ্ছেন। সংসদেও তারা আওয়ামী লীগের এমপি হিসেবে পরিচয় দিতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সকলেই আমার। একদল আমার ডান হাত অন্য দল বাম হাত। আপনারা সকলেই আমার সাথেই আছেন।সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশের উন্নয়নের ধারাকে সামনে এগিয়ে নিয়ে যাবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর