মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

সরিয়ে দেয়ার পরিকল্পনা চলছে মাহমুদ আব্বাসকে

আন্তর্জাতিক ডেস্ক / ১৬৬ Time View
Update : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ এবং সেখানে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠায় কাজ করছে ১০টি দেশ। যার নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এ দেশগুলো ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছে।
দেশগুলো বর্তমানে তিনটি দিক নিয়ে কাজ করছে।

এরমধ্যে রয়েছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি, ফিলিস্তিনি কতৃপক্ষকে নতুন করে সাজানো এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে— সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একাধিক পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। তবে সেগুলোর মধ্যে কয়েকটি ‘শর্তযুক্ত, অস্পষ্ট এবং তুমুল বিরোধীতার মুখে পড়েছে।

এরমধ্যে অন্যতম পরিকল্পনা হলো— বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের ক্ষমতা কমিয়ে ফেলে, নতুন একজন প্রধানমন্ত্রীকে সব ক্ষমতা দেওয়া। অর্থাৎ, আব্বাস প্রেসিডেন্ট থাকবেন কিন্তু তার কোনো ক্ষমতা থাকবে না। তার পদটি হবে শুধমাত্র আনুষ্ঠানিক।

পরিকল্পনায় আরও রয়েছে, নতুন ফিলিস্তিনি সরকারের ক্ষমতা শক্তিশালী করতে গাজায় একটি আরব শান্তিরক্ষী বাহিনী পাঠানো হবে।

এছাড়া তারা আরও একটি বিষয় বিবেচনা করছেন। সেটি হলো, ফিলিস্তিনিদের আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি বিল পাস করা। যেটিতে যুক্তরাষ্ট্রের সম্মতি থাকবে।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর