স্বতন্ত্র প্রার্থীদের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের ইতিহাস জানতে হবে এবং সংবিধান আত্মস্থ করতে হবে। গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যদানকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী
আজ রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র প্রার্থীদের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন,সংসদ প্রাকটিস ভালো করে জানতে হবে।
বঙ্গবন্ধু কন্যা, স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশ্যে আরও বলেন অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যহত থাকবে। এছাড়া যেসকল প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ সে সকল প্রকল্পই গ্রহণ করা হয়।
আগামী ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। তার আগে স্বতন্ত্র প্রার্থীদের গণভবনে ডেকে সাক্ষাত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ৬২ জন সংসদ সদস্য ভিতরে প্রবেশ করেছে।