সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের ভীড় আ:লীগ সভাপতির কার্যালয়ে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে মুখরিত ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়।
বিকাল থেকে যুব মহিলা লীগ,মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অফিসে প্রবেশ করলে নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিতি আরও বেশি দেখা যায়।
মনোনয়ন প্রত্যাশী অনেকের সাথে কথা বলে জানা যায়,তারা মনে করছেন, দলের সুদিনের কর্মী হিসেবে নয়, দুর্দিনে দীর্ঘদিন রাজপথে লড়াই-সংগ্রাম করার বিনিময়ে দল যথাযথ মূল্যায়ন করবে বলেই প্রত্যাশা করছেন।
অনেকে আক্ষেপ এবং অভিযোগের সুরেও বলছেন,দলে মাঠের কর্মীদের এখন আর মূল্যায়ন নাই। এখন হঠাৎ কথিত ত্যাগী এবং সেলিব্রিটিদের দেখা মিলছে। অথচ আমরা ১/১১ সময় নেত্রীর মুক্তি আন্দোলনে এবং বিরোধী দলে থাকাকালীন সময়ে নির্যাতনের শিকার হয়েছি।
কেউ কেউ বলছেন,আমাদের আস্থার শেষ ভরসা জননেত্রী শেখ হাসিনা। নেত্রী কাওকে অবমূল্যায়ন করেননা। তার নখদর্পণে কিছু নাই এমন কিছু নেই। সুতরাং দিনশেষ এই মহান মানুষটার দিকেই আমরা তাকিয়ে থাকি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জটলাবদ্ধ হয়ে অনেকেই স্মৃতিচারণ করছেন রাজপথে লড়াই সংগ্রামের দিনগুলির কথা ভেবে।
কেউ কেউ বলছেন,দল করি ভালোবেসে,কিছু পেলে ভালো, কিছু না পেলেও অনুযোগ নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই অনেক কিছু আমাদের জন্য।