সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার উৎখাতের শক্তি কারো নেই-কাদের
সমগ্র জাতির গণতান্ত্রিক চেতনাকে অক্ষত ও অটুট রাখতে আমরা বদ্ধপরিকর। গণতন্ত্রকে আহত বা এর শরীরে ক্ষত সৃষ্টির অপচেষ্টা সফল হওয়ার কোন সুযোগ নেই। সাংবিধানিকভাবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার উৎখাতের শক্তি কারো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবিধানের বিধান অনুযায়ী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে।এদেশের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনে অংশ নিয়ে ৪১ শতাংশ ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করেছে বলে ওবায়দুল কাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী এ কথা উল্লেখ করে কাদের আরও বলেন, গণতান্ত্রিক দেশে সবারই রাজনীতি করার অধিকার আছে।তবে কারো রাজনীতি যদি জননিরাপত্তা বিঘ্নিত করে তবে তাকে ছাড় দেওয়া হবে না।
জনগণ কারো ফাঁকা বুলিতে বিশ্বাস করে না। জনগণ সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আওয়ামী লীগকে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিয়েছে।
শেখ হাসিনার নেতৃত্ব ও দিকনির্দেশনায় দেশের সকল সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বর্তমান সরকার তার অঙ্গীকার রক্ষায় বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন,মির্জা আজম, সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সায়েম খান, স্বাস্থ্য সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল,কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি,ইসহাক আলী খান পান্না ,প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সাইফুজ্জামান শিখর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রিয়াজউদ্দিন রিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।