কুমিল্লাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিলো রংপুর
ঢাকাপর্বের অলিখিত নিয়ম বদলে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিচ্ছেন অধিনায়করা। আজকের ম্যাচসহ এবারের বিপিএলে মোট তিন ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দেখা গেছে। যেখানে আগের দুটি ম্যাচে জিততে পারেনি টস জিতে আগে ব্যাট করা দল।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানও। এই ম্যাচে ইতিবাচক কিছু হবে বলে আশা করাই যায়!
কারণ, কৌশল বদলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে তেমন বড় লক্ষ্য না দিতে পারলেও চ্যালেঞ্জিং পুুঁজি ছুড়ে দিয়েছে রংপুুর। লিটন দাসের কুমিল্লার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে রংপুর তুলেছে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান। অর্থাৎ জিততে হলে কুমিল্লাকে করতে হবে ১৬৬ রান।
এই ম্যাচে প্রথম রানের গতি কিছুটা স্লো থাকলেও শেষ দিকে গতি বাড়িয়ে দিয়েছেন দুই আফগান ব্যাটার আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি এবং রংপুর অধিনায়ক নুরুল হাসান।
১৬ ওভার শেষে রান ছিল ১০৯ রান। বাকি ৪ ওভারে রান উঠেছে ৫৬ রান। প্রতি ওভারে ১৪ রান করে। ওমরজাই করেছেন ২০ বলে ৩৬, নবি ৭ বলে ১৩ ও নুরুল ৬ বলে ১৫ রান করেন।
প্রথম দিকে ম্যাচ কিছুটা ধরে খেলেন বাবর আজম। ৩৬ বলে ৩৭ রান করেন এই পাকিস্তানি। তবে বাংলাদেশি অলরাউন্ডার ফজলে মাহমুদ টি-টোয়েন্টি মেজাজেই রান তুলেছেন। ২১ বলে ৩০ রান করেছেন মাহমুদ। অবশেষে রংপুুর ৫ উইকেটে ১৬৫ তোলে।
এমআর