দেশের স্বার্থে সংসদকে কাজে লাগানো বেশি জরুরী- ব্যারিস্টার সুমন
সংসদে অলিগলি চেনার চেয়ে সংসদটাকে কাজে লাগানোর যে ফাঁক আছে দেশের স্বার্থে এগুলো চেনা বেশি জরুরী বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক চৌধুরী সুমন।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশন শেষে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন,আমি একজন নতুন সংসদ সদস্য।আজ সব কিছু দেখতে দেখতেই বেলা চলে গেছে। ভালো লাগছে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ ছিল,স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন ছিলো। সবই ভালো লেগেছে।
সুমন আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতি নতুন সংসদ সদস্যদেরকে অভিজ্ঞ সংসদদের কাছ থেকে সংসদ সম্পর্কে জেনে নিতে বলেছেন।
তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে আমার যে চ্যালেঞ্জ সেটা হল আমার সিট পড়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে বিরোধী দলের পিছনে। একটা বিরোধী দল,বিরোধী দল ভাব এসেছে। স্বতন্ত্র হলেও আমি আওয়ামী লীগেরই প্রডাক্ট। প্রধানমন্ত্রীর সামনে সিট পড়াই আমি যা করি উনি দেখতে পারবেন। যার কারণে একটা টেনশন বেড়ে গেলো। প্রস্তুতি দ্বিগুণ নিতে হবে। কারণ প্রধানমন্ত্রীর পিছনে সিট হলে উনি অনেক কিছু দেখতে পারতেন না। হয়তো আমি ফাঁকি দিতে পারতাম। এখন তো আর ফাঁকি দেয়ার সুযোগ খুবই কম আমার কপালে।
কোন ঝামেলা মনে করছেন কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুমন বলেন,অসংখ্য লোকজন আছে যারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন সেজন্য কোন ঝামেলা নাই।