খুলনায় শীতের মধ্যে বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ
খুলনায় শীতের মধ্যে মুষলধারে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। বুধবার (৩১ জানুয়ারি) ভোররাত থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত।
অভিভাবক নাসির উদ্দিন শেখ বলেন, মেয়ের পরীক্ষা। তাই মুষলধারে বৃষ্টি ও শীতের মধ্যে একপ্রকার ভিজে মাদ্রাসায় যেতে হয়েছে।
মো. আব্দুল্লাহ নামের আরেক অভিভাবক জানান, বৃষ্টির কারণে সন্তানকে নিয়ে স্কুলে যেতে বেগ পেতে হয়েছে।
তবে, বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের। অনেক রিকশাচালককে বৃষ্টিতে ভিজে রিকশা চালাতে দেখা গেছে।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ বলেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে আজ খুলনা বিভাগে বৃষ্টিপাত হচ্ছে।
এমআর