সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

তাড়াশে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি / ১৪৮ Time View
Update : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে নিহত স্বর্ণার বড়ভাই সুকমল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জেরে তিনজনকে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোরে তাড়াশ উপজেলার বারোয়ারি বটতলা মহল্লা থেকে একই পরিবারের তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- ব্যবসায়ী বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণা সরকার ও তাদের দশম শ্রেণি পড়ুয়া মেয়ে পারমিতা সরকার তুষি।

উল্লাপাড়া সার্কেলের (উল্লাপাড়া-তাড়াশ) সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বলেন, খুব শিগগিরই হত্যার রহস্য উদঘাটন হবে এবং জড়িতদের গ্রেপ্তার করা হবে।

সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আমিরুল হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে তিনজনের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়। আজ সকালে ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে। দুপুরের পরে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর