যুব বিশ্বকাপে ‘ডু অর ডাই’ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ
যুব বিশ্বকাপে সুপার সিক্সে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। সেমিফাইনালে যেতে হলে নেপালের বিপক্ষে জিততেই হবে মাহফুজুর রহমান রাব্বির দলকে। কিম্বার্লির ডায়মন্ড ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টা শুরু হবে ম্যাচটি।
এ ম্যাচে পূর্ণ ২ পয়েন্ট না পেলে বিশ্বকাপ সফরের ইতি ঘটে যাবে বাংলাদেশের। গ্রুপ ১-এ নিজেদের প্রথম ম্যাচে জিতেছে ভারত-পাকিস্তান। যে কারণে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ। এই সমীকরণের প্যাঁচ সমাধান করাই এখন রাব্বিদের মূল কাজ। যে কাজের প্রথম ধাপ হলো নেপালকে হারানো।
ভারত ও পাকিস্তান দুই দলেরই পয়েন্ট এখন ৬ করে। বাকি একটি করে ম্যাচ। বাংলাদেশের পয়েন্ট ২। নেপালের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আজ জেতার পর পাকিস্তানকে হারাতে পারলেই বাংলাদেশের পয়েন্ট হবে ৬। এরপর সামনে আসবে নেট রানরেট। এই জায়গায় উতরে যেতে পারলেই খুলে যাবে সেমিফাইনালের দরজা।
এক্ষেত্রে বাংলাদেশের বড় একটা উপকার করে গিয়েছে আয়ারল্যান্ড। পাকিস্তান সুপার সিক্স শুরু করে ১.৩৫৬ নেট রান রেট নিয়ে, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর কমে গিয়ে দাঁড়িয়েছে ১.০৬৪-এ। আজ নেপালের বিপক্ষে জয়ের পাশাপাশি নেট রান রেটটা(-০.৬৬৭) বাড়িয়ে যতটা সম্ভব পাকিস্তানের কাছাকাছি নিয়ে যেতে পারলে বা ছাড়িয়ে যেতে পারলেই সোনায় সোহাগা।
বাংলাদেশের অধিনায়ক রাব্বি অবশ্য জয়ের দিকেই চোখ রাখছেন, ‘আমরা আসলে প্রসেস নিয়ে ভাবছি ম্যাচের ফল নিয়ে ভাবছি না। ফরম্যাটটার কারণে আমরা একটু ব্যাকফুটে আছি, তবে এসব নিয়ে ভাবছি না। আমরা জানি আমাদের হাতে দুটো ম্যাচ আছে, দুটোই জেতার চেষ্টা করবো। পরেরটা পরে দেখা যাবে। আপাতত নেপাল ম্যাচ নিয়ে ভাবছি।’
এমআর