‘ডিপফেক’ ভিডিওর শিকার আনুশকা শেঠি
ভারতে ‘ডিপফেক’ ভিডিওর শিকার হচ্ছেন একের পর এক তারকা। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তারকাদের নিয়ে তৈরি করা হচ্ছে পর্নো বা আপত্তিকর ভিডিও।
গত বছর ভারতের বেশ কজন তারকা অভিনেত্রীর ‘ডিপফেক’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ তালিকায় রয়েছেন- রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, নোরা ফাতেহি প্রমুখ। আর এবার ‘ডিপফেক’ ভিডিওর শিকার হলেন দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী আনুশকা শেঠি।
ডিপফেক ভিডিওতে দেখানো হয়েছে, আনুশকা শেঠি অভিনেতা প্রভাসকে বিয়ে করেছেন এবং তাদের এমনকি সন্তান রয়েছে। ভিডিওটি সামাাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভুয়া এই ভিডিও নিয়ে অভিনেত্রীর বাবা-মা বেশ বিরক্ত প্রকাশ করেছেন এবং অপরাধীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছেন।
অভিনেত্রীর পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, যারা এই ভিডিও ছড়িয়েছে তাদের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে আনুশকা বা তার পরিবার কেউই এ বিষয়ে সরাসরি মিডিয়ার সঙ্গে কোনও কথা বলেননি।
এমআর