ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা আদায়, গ্রেফতার ৫১
দেশের বিভিন্ন স্থান থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের সময় ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে একটি চক্র। সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা নেওয়ার মুহূর্তে ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক হতে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতেনাতে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদেরকে কাছ থেকে চাঁদাবাজির এক লাখ টাকার বেশি ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
তাদের গ্রেফতার বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান সংস্থাটির এই মুখপাত্র।