শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

সময় আছে শান্তি ও শৃঙ্খলার পথে ফিরে আসুন: নাছিম

নিজস্ব প্রতিবেদক / ১১৯ Time View
Update : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

যারা দেশের মানুষকে শান্তি দিতে পারে না তারাই ষড়যন্ত্র করে। তাদের (বিএনপিকে) বলবো, এখনও সময় আছে শান্তি ও শৃঙ্খলার পথে ফিরে আসুন। দেশের মানুষকে নিয়ে ভাবুন। সত্যিকারের রাজনীতির পথে ফিরে আসুন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে ঢাকা-৮ নির্বাচনী এলাকাধীন ১৯, ২০ ও ২১ ওয়ার্ডের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার নির্বাচনী  ইশতেহার বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে, তখনও একটি গোষ্ঠী আবার নতুন করে ষড়যন্ত্র করছে। দেশের মানুষের ভালোবাসায় সিক্ত একটি দল হল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ দেশের জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা রাজনৈতিক ফায়দা হাসিলের রাজনীতিতে বিশ্বাস করি না। মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য শোষণ ও বৈষম্যের মুক্তির লড়াই সংগ্রাম করেছেন।

তিনি আরো বলেন, আমরা শেখ হাসিনা নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চাই। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা তার সাথে আছি। এদেশের মানুষই আমাদের আস্থা ও ভরসা। তারাই আমাদের ঠিকানা ও আশ্রয়স্থল। আমাদের জবাবদিহিতা হলো তৃণমূল মানুষের কাছে। আমরা জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করি। ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে চাই।

শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলিপ রায়, আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন মিরাজ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল বাসার, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি খোরশেদ আলম মাসুদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর