রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

গণভবনে ডাকা হতে পারে সকল জেলা-উপজেলা আ.লীগের শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক / ১২৩ Time View
Update : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

সম্প্রতি গণভবনে ডাক পেতে যাচ্ছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সেখানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে গণভবনে ডাকা হতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

ক্ষমতাসীন দলটির একাধিক নেতা জানান,আগামী উপজেলা নির্বাচনকে সামনে রেখে দিক-নির্দেশনা, দলীয় কোন্দল নিরসনের জন্য সকল জেলা থেকে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদ্য নির্বাচিত দলীয় সংসদ সদস্য ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সেখানে ডাকা হবে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, জেলা, উপজেলা ও নব নির্বাচিত সংসদ সদস্যদের ডাকা হতে পারে। তবে এখনো দিন-তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।

সবার আগে রাজশাহী বিভাগের সব জেলা-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় সংসদ সদস্য, স্বতন্ত্র সংসদ সদস্যদের আগামী ১৪ ফেব্রুয়ারি ডাকা হয়েছে। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।এতে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর