জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি:মুজিবুল হক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে যথাসময়ে বিচার করার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক। সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।
ধর্ষণের ঘটনা উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটেছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা, এত অধপতন কেন হল। নানা কারণে সঠিক সময়ে এ ধরনের ঘটনার বিচার হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষার পরিবেশ ভাল নয়, এটি দেখার জন্য তিনি শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানান। তিনি প্রশ্ন রাখেন , এই বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রদের হুইপিং করা হয় না? অনেক বিশ্ববিদ্যালয় আছে, সেখানে এমন ঘটনা নেই। কেন এমন ঘটনা ঘটে তা দেখার জন্য তিনি শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানান। আর স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, যথাসময়ে কঠোর উদ্যোগ নিয়ে যথাযথ বিচারের ব্যবস্থা করার।