আ:লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন অভিনেত্রী শামিমা তুষ্টি

আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি)২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বীর মুক্তিযোদ্ধার এই সন্তান।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী কেন জানতে চাইলে শামিমা তুষ্টি বলেন,আমার বীর মুক্তিযোদ্ধা বাবা স্বাধীনতার প্রথম পতাকা বহন করেছে, মুক্তিযুদ্ধের সময় যেহেতু তরুণ প্রজন্মের একটা বিরাট অংশগ্রহণ ছিল সুতরাং আমি এই প্রজন্মের একজন তরুণ প্রজন্মের মানুষ। আমার কাছে মনে হয় আওয়ামী লীগ একমাত্র দল যারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে,লালন করে এজন্যই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
সংসদ সদস্য নির্বাচিত হলে নারীদের উন্নয়নে কি ভূমিকা রাখবেন জানতে চাইলে তুষ্টি বলেন, আমি তরুণদের নিয়ে কাজ করি, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে তরুণদের সাথে কাজ করে চলেছি দীর্ঘদিন। নির্বাচিত হতে পারলে আমার শিল্পীদের উন্নয়নের স্বার্থে এবং নিপিড়ীত মানুষের অধিকার আদায়ে আরও কাজ করতে পারবো বলেই মনে করি।