আ: লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হার্টথ্রব নায়িকা অপু বিশ্বাস
আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) আজ দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করে ঢাকাইয়া সিনেমার অন্যতম হটথ্রুব নায়িকা অপু বিশ্বাস।
কেন এমপি হতে চাচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন,আমি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন ফরম নিয়েছিলাম,ইচ্ছে আছে সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার, সেজন্য এবারো মনোনয়ন ফরম সংগ্রহ করেছি এবং মনে করছি আওয়ামী লীগ সভাপতি আমার জন্য সুদৃষ্টি দিবেন। এবং রাজনীতিতে নারীদের আরও এগিয়ে আসা উচিৎ।
নির্বাচিত হলে কি কি করতে চান এমন আরেক প্রশ্নের জবাবে বলেন, মানুষের জন্য কাছাকাছি থেকে কিছু করতে হলে একটা প্লাটফর্ম দরকার পড়ে। এছাড়া সর্বসাধারণের কাছাকাছি গিয়ে কিছু করা সম্ভব নয়। রাজশাহী বিভাগের বগুড়া থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার বগুড়াবাসীর জন্য নারীদের উন্নয়নের জন্য কাজ করতে চাই।