আ: লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী সোহানা সাবা
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সোহানা সাবা।
আজ (০৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হলে সোহানা আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলের দুর্দিনের ত্যাগীদের রেখে আপনাকে কেন যোগ্য মনে করছেন জানতে চাইলে সোহানা সাবা বলেন,আমি এটা একেবারেই ভাবছি না। আমিও কাজ করতে চাই,দল আমাকে প্রয়োজন মনে করলে দিবে না দিলেও কোন অনুযোগ নাই। কাওকে ছোট করার জন্য কিংবা কারো শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে আসিনি। যারা ত্যাগী,দলের দুর্দিনে মাঠে থেকেছেন তারাই অগ্রাধিকার পাবে। তবে সেইসাথে আমরা নতুনরাও আসতে চাই,আমাদেরও সুযোগ দিলে কাজ করতে পারবো দেশের জন্য।
সোহানা আরও বলেন, বাবা বীর মুক্তিযোদ্ধা যিনি ১৩ বছর বয়সে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দেশের কথা ভাবলে দেশের শেকড়ের কথা ভাবলে আওয়ামী লীগের কথায় সর্বাগ্রে আসে। যেহেতু আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন,আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এজন্য আমিও মনে করি আওয়ামী লীগকেই ভাবতে হবে অন্য কোন উপায় নেই।
বিগত দিনে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম কিংবা সহযোগী সংগঠনের সাথে যুক্ত ছিলেন কিনা জানতে চাইলে ঢাকাইয়া সিনেমার এই জনপ্রিয় নায়িকা বলেন,সক্রিয় রাজনীতির সাথে কখনো জড়িত ছিলেন না। পারিবারিকভাবে আওয়ামী লীগ করার সুবাদেই মনোনয়ন প্রত্যাশী। তবে নানান সময়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন। এছাড়া ১৯৬৯-৭৫ পর্যন্ত আমার মায়ের বাবার বাড়ি আজিমপুরে আওয়ামী লীগের অফিস ছিল।
সোহানা সাবার জনপ্রিয় সিনেমাগুলো মধ্যে আছে আয়না,চন্দ্রগ্রহণ,বৃহন্নলাসহ আরও অনেকগুলি।