চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপের ভোট ৪ মে
চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমধাপের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ভোট গ্রহণ ১৮ মে এবং চতুর্থ ও শেষ ধাপের ভোট হবে ২৫ মে।
মঙ্গলবার বিকালে আগারগাওঁ নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।
সচিব জানান, অন্যান্য বারের মত এবারও উপজেলা পরিষদ নির্বাচন ৪টি ধাপে আয়োজন হবে। কোন উপজেলা কোন ধাপে পড়বে সেটা উপজেলার মেয়াদ বিবেচনা করে ওয়েবসাইটে আগামী সপ্তাহে টাঙ্গিয়ে দেয়া হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, আগের নির্বাচনের পর শপথ গ্রহণ করে কোন তারিখে প্রথম সভা করছে। সেটা মিলিয়ে ভোটের তারিখ হবে।
সাধারণত রিটার্নিং অফিসার থাকেন অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক আপীল কর্তৃপক্ষ থাকেন। এবারও সেভাবে করা হবে।