দল প্রয়োজন মনে করলে মনোনয়ন দেবে-সুইটি
যদি দলের জন্য বিন্দুমাত্র কাজ করে থাকি,রাজপথে থাকি তবে দল বিবেচনা করে দেখবে আমার শ্রম,আমার ত্যাগ। আমার ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বলে মন্তব্য করেছেন অভিনেত্রী তানভীন সুইটি।
আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় তিনি এসব কথা বলেন।
কেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জানতে চাইলে সুইটি বলেন,আমি শেখ হাসিনার সম্মোহনী ব্যক্তিত্ব, রাজনৈতিক বিচক্ষণতা, দূরদর্শিতা দেখেই রাজনীতিতে এসেছি এবং সে পথেই অবিচল থেকেছি সর্বদা এবং কাজ করেছি। শ্রম,সাধনা,ত্যাগের থাকলে দল যোগ্য মনে করলে মনোনয়ন দেবে সেজন্যই মনোনয়ন প্রত্যাশী।
মনোনয়ন পেয়ে বিজয়ী হতে পারলে দ্বিগুণ কাজ করতে পারবো বলেই মনে করছেন এই অভিনেত্রী।