প্রথমবারের মত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেলেন মাহফুজুর রহমান মিতা
প্রথমবারের মত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেলেন চট্টগ্রাম-৩ আসনের সরকার দলীয় এমপি মাহফুজুর রহমান মিতা। তিনবারের নির্বাচিত এই এমপি একাদশ সংসদে একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন। একাদশ জাতীয় সংসদে এ কমিটির সভাপতি ছিলেন রফিকুল ইসলাম। তিনি এবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন।
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে মঙ্গলবার সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
কমিটির সদস্য হিসাবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (খালিদ মাহমুদ চৌধুরী), সরকার দলের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪) ও এম আবদুল লতিফ (চট্টগ্রাম-১১), জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু (বরিশাল-৩), স্বতন্ত্র এমপি মো. জাকারিয়া (দিনাজপুর-১), আওয়ামী লীগের ফিরোজ আহম্মেদ স্বপন (সাতক্ষীরা-১) ও হাবিবুন নাহার (বাগেরহাট-৩) এবং স্বতন্ত্র সংসদ সদস্য আওলাদ হোসেন (ঢাকা-৪) ।