প্রথম দিনে মনোনয়ন ফরম বিক্রি-৮১০টি, আঃ লীগের আয় ৪ কোটি ৫ লক্ষ
দ্বাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনে মোট ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এতে দলটির আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা।
আজ মঙ্গলবার (০৬ফেব্রুয়ারি ) দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করে।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১ম দিনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিতরণ হয় ঢাকা বিভাগ ২৭৫টি ,ময়মনসিংহ বিভাগ ৬২ টি, সিলেট ২৬ টি ,চট্টগ্রাম বিভাগ ১৪৯ টি ,রংপুর ৭৫ টি ,রাজশাহী ৯০ টি ,খুলনা ৭৭ টি, বরিশাল ৫৬ টি মোট:৮১০ টি ফরম বিক্রি হয়েছে।
মোট টাকা: ৪ কোটি ৫ লক্ষ টাকা প্রথম দিনে আওয়ামী লীগের ফান্ডে জমা হয়েছে। এবার অনলাইনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করার অপশন রাখেনি।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন দিনের কার্যক্রম শেষে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আওয়াল শামীম, সদস্য গোলাম কবির চিনু, শাহাবুদ্দিন ফারাজী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ রিয়াজউদ্দিন রিয়াজসহ প্রমুখ ।