সংরক্ষিত আসনে ফরম কিনলেন আ:লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদ্দুন্নাহার লায়লী ও সদস্য পারভীন জামান কল্পনা সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনেছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে গুলিস্তান ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সকল বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ফরম বিক্রির কার্যক্রম চলবে মঙ্গলবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত।