সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন রেজওয়ান আহাম্মদ তৌফিক

প্রথমবারের মত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক। তাকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছেন। তৌফিক একাদশ জাতীয় সংসদে একই কমিটির সদস্য ছিলেন। একাদশ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন ওই সংসদে জাতীয় পার্টির সংরক্ষিত আসনের এমপি রওশন আরা মান্নান।
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (ওবায়দুল কাদের), আবু জাহির (হবিগঞ্জ-৩), শেখ সালাহউদ্দিন (খুলনা-২) মুজিবুল হক (কুমিল্লা-১১), স্বতন্ত্র সংসদ সদস্য জাহাঙ্গীর আলম (কুমিল্লা-৩), আব্দুল্লাহ আল কায়সার (নারায়ণগঞ্জ-৩), গোলাম ফারুক পিংকু (লক্ষ্নীপুর-৩) ও স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান (চট্টগ্রাম-১৬) ।