দ্বিতীয় দিনে মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিতি কম

আজ বুধবার (০৭ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহে প্রার্থীদের উপস্থিতি গতকালের চেয়ে অনেক কম দেখা যাচ্ছে।
খুলনা বিভাগে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল চ্যাটার্জিকে জিজ্ঞেস করলে বলেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ চৌদ্দশতের অধিক বিক্রি হয়েছিল এবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম দিনেই ৮শোর অধিক একদিনেই বিক্রি হয়ে গেছে। এজন্যই উৎসবের যে ব্যাপার সেটা প্রথম দিনেই দেখা গেছে। ৪৮ টি আসনের বিপরীতে এই সংখ্যা নেহাৎ কম নয় বলেই তিনি মনে করছেন।