দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম বিক্রি ৫২২, আ:লীগের আয় ২ কোটি ৬০ লক্ষ
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগ দ্বিতীয় দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে.৫২২ টি, এতে দলটির আয় হয়েছে ২কোটি ৬১ লক্ষ টাকা।
আজ বুধবার (০৭ ফেব্রুয়ারি) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব তথ্য জানান দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
গতকাল ছিল ৮১০ টি। দুই দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৩৩২ টি।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব জানান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি ।
বাংলাদেশ আওয়ামী লীগ আগামী (১৪ই ফেব্রুয়ারি) বুধবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের সভা আহ্বান করেছেন। সে সভায় বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ সংসদীয় আসনে যাদের মনোনয়ন প্রদান করবে সে সিদ্ধান্ত গ্রহণ করবে।