আঃ লীগের ফরম বিক্রয় ১৫৪৯টি, আয় ৭ কোটি ৭৪ লক্ষ ৫০ হাজার
আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা ও সংগ্রহের শেষ দিনে আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গত তিনদিনের সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিতরণের তিনদিনের কর্মসূচি সমাপ্ত হয়েছে । আজ বৃহস্পতিবার শেষ দিনে মনোনয়ন ফরম বিক্রয় হয়েছে ২১৭টি, আয় ১ কোটি ৮ লক্ষ ৫০ হাজার টাকা। ।
গত তিনদিনে সর্বমোট ফরম বিক্রয় হয়েছে ১৫৪৯টি এবং দলটির সর্বমোট আয় হয়েছে ৭ কোটি ৭৪ লক্ষ ৫০ হাজার টাকা ।
আগামী ১৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবনে বুধবার সকাল সাড়ে দশটায় সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে । সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এবং ঐদিন মনোনয়ন ঘোষণা হতে পারে ।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সায়েম খান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি, সাহাবুদ্দিন ফরাজী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রিয়াজউদ্দিন রিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।