চকরিয়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে তিনজন নিহত
কক্সবাজারে বাস ও কার্ভাডভ্যানের সংঘর্ষে দুই চালক ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে চকরিয়ার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের খাদে পড়ে যায় এবং গাড়ী দুটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই গাড়ী দুটির চালক ও বাসের এক নারী যাত্রী মারা যান। এতে আহত হয়েছেন ১১ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের থানায় রয়েছে। ময়নাতদন্তেরর পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এমআর